কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দুই একর জমিতে জারবেরা ফুল চাষ করে সফল হয়েছেন মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের আব্দুল আজিজ। ভারত থেকে আনা এ ফুলের চারা প্রথমে তিনি বেনাপোল থেকে সংগ্রহ করেন। প্রতিটি ৮০ থেকে ৯০ টাকা দরে কেনা চারা তিনি পর্যায়ক্রমে দুই একর জমিতে ১০টি শেডে রোপণ করেন। শুধু প্রাকৃতিক ও কম্পোস্ট সার এবং প্রয়োজনমতো পানি দিয়ে নিয়মিত পরিচর্যা করতে হয় এ ফুলের গাছ। রাসায়নিক সার লাগে না বলে খরচ কম, একটি গাছ থেকে বছরে শতাধিক ফুল পাওয়া যায়। আজিজের জমিতে বর্তমানে লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়েরিসহ ১৮ রংয়ের ফুল রয়েছে।
মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের আব্দুল আজিজ। প্রতি মাসে তিনি প্রায় লাখ টাকার ফুল বিক্রি করছেন। আজিজের সাফল্য এলাকায় সাড়া ফেলেছে। অনেকেই লাভজনক এই ফুলের চাষে আগ্রহ দেখাচ্ছেন। আজিজ জানান, দুই একর জমিতে চার বছর আগে তিনি জারবেরা ফুল চাষ শুরু করেন। ভারত থেকে আনা এ ফুলের চারা প্রথমে তিনি বেনাপোল থেকে সংগ্রহ করেন। প্রতিটি ৮০ থেকে ৯০ টাকা দরে কেনা চারা তিনি পর্যায়ক্রমে দুই একর জমিতে ১০টি শেডে রোপণ করেন।