কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় এবার আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে। উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিটি বিলে চাষীরা এবারে স্থানীয় জাতের পরিবর্তে ঊফসী জাতের আমন চাষ করেছেন। যে সরেজমিনে উপজেলা সদর ও কলাউজান এলাকা ঘুরে দেখা গেছে, আমনের ভাল ফলন হয়েছে। ধান কাটা শুরু করেছে কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতা ও আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলন হয়েছে বলে কৃষকরা জানান। ফলে এবারে আমনের মাঠ দেখে কৃষকরা খুশি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারে উপজেলায় ১০ হাজার ৭৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বিআর-১১, বিআর-২২, ব্রিধান-৪০, ব্রিধান-৪৪, ব্রিধান-৪৯, ব্রিধান-৫২ ও পাজামসহ বিভিন্ন ঊফসী জাতের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছে ১০ হাজার ৬৬০ হেক্টরে। কৃষি বিভাগ আশা করছে, এবারে আমন চালের উৎপাদন ৩০ হাজার মে টন ছাড়িয়ে যেতে পারে। গত বছর আমন চাল উৎপাদিত হয়েছে ২৭ হাজার ৬৬২ মে.টন।
উপজেলার পদুয়া ধলিবিলা এলাকার কৃষক টুন্টু মোহন সিকদার জানান, তিনি প্রায় ২ একর জমিতে আমন চাষ করেছে। তার জমিতে ফলন খুব ভাল হয়েছে। প্রতি একরে প্রায় ২০০ আড়ি ধান পাবেন বলে তিনি আশাবাদী।
উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন জানান, গত বছরের চেয়ে এবারে আমন ফলন আরো ভাল হয়েছে। কৃষি বিভাগের তৎপরতা, আবহাওয়া অনুকূলে থাকা ও পোকা- মাকড়ের আক্রমণ কম থাকায় আমনের ভাল ফলন হয়েছে। তিনি আশা করছেন এবারে আমনে একর প্রতি প্রায় ২.৭৩ টন চাল ছাড়িয়ে যাবে।
কৃপ্র/ এম ইসলাম