কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহা-পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের কৃষক শহীদ খানের রোপা আমন ধান খেতের পাশে স্থাপিত আলোর ফাঁদের পোকা-মাকড় পর্যবেক্ষণ করেন। উপজেলার প্রত্যেকটি ব্লকে রোপা আমন ধানে পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষনের জন্য ১০টি করে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। আলোর ফাঁদ পর্যবেক্ষনের পর কৃষক শহীদের বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত কৃষক ও কৃষানীদের সাথে মতবিনিময় করেন।
উঠান বৈঠকে উপস্থিত ২০০ জন কৃষকের মাঝে রবি মৌসুমে ব্যবহৃত বীজের বীজশোধন, নিরাপদ সবজি ও ফল উৎপাদনে সেক্স ফেরোমন ট্রাপ ব্যবহারের উপর আলোচনা করেন। বৈঠক শেষে সোমবার রাতে সদর উপজেলা পরিষদের হল রুমে কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এর উপ-পরিচালক কৃষিবিদ জি. এম. আবদুর রউফ, হর্টিকালচারের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, কৃষিবিদ আবুল কালাম আজাদ, ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া।
সুত্রঃ faridpurinfo24.com / কৃপ্র/ এম ইসলাম