কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আগামী বোরো মৌসুমকে টার্গেট করে গোপালগঞ্জে ব্রি হাইব্রিড ধান-৩ এর বীজ উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে কৃষক হাবিবুর রহমানের জমি থেকে এ ধান কাটা হয়। এ উপলক্ষে স্থানীয় চর বয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ব্রি হাইব্রিড ধান-৩ এর বীজ উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ব্রি’র আঞ্চলিক কার্যালয়, ভাংগা, ফরিদপুর কার্যালয়ের আয়োজনে এবং গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস।
ব্রি আঞ্চলিক কার্যালয়, ভাংগা অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমীর হোসেন-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী, অতিরিক্ত উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হরলাল মধু, ব্রি গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজার রহমান, চরবয়র ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার লিয়াকত হোসেন, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমূখ।
ব্রি গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজার রহমান বলেন, আমন মৌসুমে কৃষক তার নিজ জমিতে এ হাইব্রিড জাতের বীজ ধান উৎপাদন করে নিজ উৎপাদিত বীজ দিয়ে বোরো মৌসুমে আবাদ করতে পারবেন। এতে কৃষককে বেশী দামে হাইব্রিড ধানের বীজ কিনতে হবে না। ব্রি আঞ্চলিক কার্যালয়, ভাংগা অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমীর হোসেন বলেন, এ ধানের জীবনকাল ১৪৫ দিন এবং হেক্টর প্রতি ফলন ৯ মেঃ টন অর্থাৎ একরে ৯০ মণ। ব্রি হাইব্রিড ধান- ৩ একটি দেশীয় হাইব্রিড ধান। এ ধান চাষ করলে কৃষকরা লাভবান হতে পারবে বলে তিনি জানান। অনুষ্ঠানে জেলার ৫ উপজেলার ৪০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ অনেক কৃষক অংশ নেন।
কৃপ্র/ এম ইসলাম