কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দক্ষিণ চট্টগ্রামের বহুল আলোচিত শঙ্খ নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এছাড়াও বিষে আক্রান্ত হয়ে নদীতে মরে ভেসে উঠেছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। একটি সংঘবদ্ধ দল গত দু’দিন ধরে রাতের আঁধারে উপজেলার শঙ্খ নদীর দোহাজারী লালুটিয়া, দিয়াকুল, ধোপাছড়ি ও বাজালিয়া এলাকায় নদীতে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকা মাছ নিধন করে চলেছে। মঙ্গলবার শঙ্খ নদীর তীরবর্তী মানুষ সকালে ঘুম থেকে উঠে নদীতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখে।
স্থানীয়রা জানান, প্রতিবছর এদিনে যখন শঙ্খ নদীর পানি কমে আসে তখনই দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে নদীর বিভিন্ন প্রজাতির মাছ নিধন করার পাশাপাশি বিষক্রিয়ায় মাছের পোনা মরে যাওয়ায় মাছশূন্য হয়ে যাচ্ছে শঙ্খ।
চন্দনাইশ উপজেলা মত্স্য কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মাঠকর্মী আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে যান। তবে রাতের আঁধারে কারা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/ এম ইসলাম