কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফেনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫১টি বিভিন্ন প্রজাতির বন্যপাখি উদ্ধার করেছে র্যাব ও বনবিভাগ। বৃহস্পতিবার ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আইনের আওতায় এনে পাখিগুলি অবমুক্ত করা হয়। আটককৃতরা হলেন মোঃ রুহুল আমিন শেখ (৩২), বারহান্দির রনি তালুকদার (৩০) মোঃ আতিয়ার রহমান (৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু পাখি পাচারকারীরা পার্বত্য এলাকা থেকে পাখিগুলি পাচারে উদ্দেশ্যে ফেনী শহরের বিভিন্ন স্থানে এনে জড়ো করেছে। বনবিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে আজ ভোর রাত সাড়ে তিনটার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪টি তোতা, এক হাজার ৫০টি মদনা টিয়া, বিভিন্ন প্রজাতির ৩০২টি মুনিয়া ও ৭৫টি শালিকসহ এক হাজার ৪৫১টি পাখি উদ্ধার এবং পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। র্যাব-৭ কোম্পানি অধিনায়ক স্কোয়ার্ডন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছে।
কৃপ্র/ এম ইসলাম