কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী শস্যের বহুমুখীকরণের জন্য এক সঙ্গে কাজ করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের কৃষি বিজ্ঞানীদের প্রতি আহবান জানিয়েছেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ রাইস রিচার্চ ইনিস্টিটিউট (বিআরআরআই) এবং ইন্টারন্যাশনাল রাইস রিচার্চ ইনিস্টিটিউট (আইআরআরআই) অধিক পানি ও খরা সহিষ্ণ শস্য বহুমুখীকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক সঙ্গে কাজ করতে হবে।
তিনি শুক্রবার রাজধানীর বিএডিসি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। বিএডিসির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষিমন্ত্রী খাদ্য শস্য উৎপাদনে কৃষকদের সহায়তায় বিএডিসির ভূমিকার প্রশংসা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত নীতির আলোকে বিএডিসিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিএডিসিকে আরো শক্তিশালী করবে,যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখ যোগ্য ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মকবুল হোসেন এবং কৃষি সচিব মইনউদ্দিন আব্দুল্লাহ বক্তব্য রাখেন।
সুত্রঃ বাসস / কৃপ্র/ এম ইসলাম