কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফরিদপুর চিনিকলের ৪১তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ডোবরার পীর সাহেব পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আবু নাসের ফখরুদ্দিন আহমেদের পরিচালনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়। পরে চিনিকলের ব্যবস্থাপক পরিচালক মো. আব্দুর রউফ খান ডোঙ্গায় আখ নিক্ষেপ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফচিক শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. হামিদুর রহমান, সাধারণ সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক (কারখানা) মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) সুরঞ্জন বাড়ৈ, মহাব্যবস্থাপক (অর্থ) মো. নজরুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আখের সর্বোচ্চ ফলনের চাষি হিসেবে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে আখচাষে কৃষকদের উৎসাহ দেওয়া ও সর্বোচ্চ আখ রোপণকারী চাষি সেকেন্দার আলীকে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রধান রসায়নবিদ মোস্তাক আহমেদ খান এ পুরস্কার দেন। এমপি আব্দুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মো. নূরুল ইসলাম। চলতি মাড়াই মৌসুমে ৯০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ছয় হাজার ৭৫০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫ ভাগ।
সুত্রঃ কালের কণ্ঠ / কৃপ্র/এম ইসলাম