কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে ঔষধ দিয়ে টমেটো পাকানোর দায়ে সোমবার ৯ ব্যবসায়ী এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যবসায়ীরা হলেন পৌর এলাকার সরমংলা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাদিকুল (৩৪), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কছির উদ্দীন সেখের ছেলে লাল মিয়া (৬০), শরীয়তপুরের জাজিরা উপজেলার জলিল কাজীর ছেলে মজিবুর কাজী (৪০), একই উপজেলার আলম সরদারের ছেলে আলমগীর সরদার (৩৫), শামসুল হক সরদারের ছেলে রতন সরদার (৩৮), আব্দুর রব ফরাজীর ছেলে লিটন (৩৫), হোসেন ফকিরের ছেলে বেলাল ফকির (৩৪), গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের জসিম উদ্দীনের ছেলে মোশাররফ হোসেন (৩২) ও বেলাল উদ্দীনের ছেলে হারুন অর রশীদ (৩৪)।
গোদাগাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরণের ঔষধ দিয়ে টমেটোসহ অন্যান্য ফল পাকানো হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, কৃষক ও ভোক্তাদের স্বার্থে সবদিক বিবেচনা করে যাতে করে কেউই ক্ষতির সম্মুক্ষীন না হয় সেইদিক বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম