কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ভিয়েতনামে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ১৩ জন মারা গেছেন। নভেম্বরের শেষের দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়। আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় বিনহ দিনহ প্রদেশে বৃহস্পতিবার থেকে ছয়জন মারা গেছেন। অন্য চারজন কোয়াং নাগাই প্রদেশে মারা গেছেন। দুই প্রদেশে ১০ হাজারের বেশি বাড়ি-ঘর ডুবে গেছে বলে জানিয়েছে সরকার।
প্রাদেশিক প্রতিবেদনের কথা উল্লেখ করে ইয়াং পিপল সংবাদপত্র জানিয়েছে, শনিবার কোয়াং নাম প্রদেশে বন্যার পানিতে ১৩টি শিশু ভেসে গেছে। এদের বয়স চার থেকে ১৩ বছরের মধ্যে। গত অক্টোবর থেকে কেন্দ্রীয় প্রদেশগুলোতে বন্যায় ৬৫ জন নিহত ও দুই লাখ বাড়ি-ঘর ডুবে গেছে।
কৃপ্র/ এম ইসলাম