কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ এবার বান্দরবানে পেঁপের ভালো ফলন হয়েছে। এর কারণ অনুকূল আবহাওয়া বলে মনে করেন চাষীরা। তবে অনুন্নত যোগাযোগ ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সময়মতো বাজারজাত করতে পারছেনা চাষীরা পাচ্ছেনা তাদের ন্যায্য মূল্য।সারি সারি গাছে পেঁপে। কোনটা হলুদ রঙ নিয়ে পেকে ওঠার জানান দিচ্ছে। এই দৃশ্য বান্দরবানে, পাহাড়ী বাগানের।
খরচ কম, লাভ বেশি। তাই জুম বাদ দিয়ে অনেকই আগ্রহী হয়েছে পেঁপে আবাদে। জেলার সদর, রোয়াংছড়ি, রুমা, থানছি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ির পাহাড়ে গড়ে উঠেছে অসংখ্য বাগান। ফলনও হয়েছে ভালো। জেলার ৬ হাজার হেক্টর পাহাড়ি জমিতে পেঁপের চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ১ লাখ ৩২ হাজার টন। তারপরও কৃষকের মুখ ম্লান। তারা বলছে, ন্যায্য দাম পাওয়া যাচ্ছেনা। দাম কম পাওয়ার জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করলেন কৃষি কর্মকর্তা। সংরক্ষণ আর বাজারজাত সুবিধা নিশ্চিত করা গেলে পেঁপে আবাদ আরো বাড়বে বলে মনে করছে কৃষকরা।
সুত্রঃ একুশে টেলিভিশন / কৃপ্র/ এম ইসলাম