কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সারাদিনই থাকছে হিমেল হাওয়া আর কুয়াশা। দেশের উত্তরবঙ্গে বইছে মৃদু শৈত্য প্রবাহ। আবহাওয়া বিভাগের তথ্যমতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী আরও দুই তিন দিন এ অবস্থা থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জনপদ গাইবান্ধা। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ির বাইরে যেতে বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এদিকে কাজে যেতে না বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। রোববার সকালে গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত ৩ দিনে, ঠাকুরগাঁওয়ে একই চিত্র। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
কুড়িগ্রামেও শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে জনজীবন। তীব্র কুয়াশায় ও কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষ। শীতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশা চালকরা। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়ে জেকে বসেছে শীত।সারাদিনই কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। জনসাধারণের স্বাভাবিক জীবন-যাপনেও ছন্দপতন ঘটলেও জীবনের তাগিদে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছেন সাধারণ মানুষ।
কৃপ্র/এম ইসলাম