কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএফপি বলেছে এখনও বাংলাদেশে বিরাট সংখ্যক মানুষ খাদ্য নিরাপত্তা হীনতায় ভুগছেন। ডব্লিউএফপি এর এক প্রতিবেদনে বলা হয়েছে ২০১৪ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশে চার কোটি মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছেন। এতে বলা হয়েছে সত্তুরে্র দশক থেকে খাদ্য ঘাটতিতে ভোগা দেশটি খাদ্য উৎপাদনে অনেক দূর এগিয়েছে।
জনসংখ্যা দিগুণেরও বেশি বেড়েছে কিন্তু একই সাথে দেশটির খাদ্য উৎপাদন গত তিন দশক ধরে জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে ডব্লিউএফপি । তারপরও এক কোটির ওপর মানুষে খাদ্যের অভাবে ভুগছেন।প্রতিবেদনে অর্থনীতির উন্নতির ধারা অব্যাহত রাখার স্বার্থে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির মান সমুন্নত রাখার তাগিদ দিয়েছে ।
বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউএসএআইডি এর পরিচালিত এক জরিপে দেখা গেছে অপুষ্টির জন্য কর্মদক্ষতার নিন্মমানের কারনে বাংলাদেশে বার্ষিক ১০০ কোটি ডলার হারাচ্ছে।
সুত্রঃ voabangla.com / কৃপ্র/ এম ইসলাম