কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মাগুরা জেলার চারটি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা, ফটকি, চিত্রা, কুমার নদী প্রবাহিত হয়েছে। নদীগুলো শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে চর। জেগে ওঠা চরে কৃষকরা ইরি-বোরো ধানের বীজতলার আবাদ করেছে।নদীর বুকে চর জেগে ওঠায় নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। লঞ্চ চলাচল করতে পারছে না। নদীর বুকে সবুজের সমারোহ। নদীতে জেগে ওঠা চরে ধান চাষের বীজতলা তৈরি করা হয়েছে।
নদীর বুকে বর্তমানে সবুজের সমারোহ। নদীতে পানি না থাকায় প্রায় ৫ হাজার মৎস্যজীবী বেকার হয়ে পড়েছে। মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত এককালের প্রমত্তা নবগঙ্গা নদীতে বিশাল বিশাল চর জেগেছে। পূর্বে যে নদীতে বড় বড় স্টিমার চলত সেই নদীতে জেগে উঠেছে প্রকা- সব চর। বর্তমানে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ। জেগে ওঠা চরে কৃষকরা বর্তমানে বোরো ধানের বীজতলা করেছে। ফলে নদীনির্ভর নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
কৃপ্র/ এম ইসলাম