কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর নলকুড়ায় রাবার ড্যাম নির্মাণ করা হলেও ড্রেনের অভাবে সুফল পাচ্ছেন না কৃষকরা। জাইকার ৮ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধানে ২০১৩ সালে এ রাবার ড্যামের নির্মাণ কাজ শুরু হয়। গত বছর ড্যামটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। দেশ স্বাধীনের পর থেকে এ রাবার ড্যামটি কৃষকদের প্রাণের দাবি ছিল।
শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক ড্যামটির নির্মাণ কাজ হাতে নেন; কিন্তু রাবার ড্যাম হলেও নির্মাণ করা হয়নি ড্রেন। ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক বলেন, ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম