কৃষিবিদ ফরহাদ আহাম্মেদঃ জলবায়ু পরিবর্তনের প্রভাবকে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তবে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কৌশল অবলম্বন করতে হবে। পরিবর্তিত জলবায়ুতে কৃষি উৎপাদন বৃদ্ধিকল্পে প্রস্তাবগুলো হলো ফসলের জাত নির্বাচন করা যেমন- আগাম আউশের চাষাবাদ করা, বিআর২, বিআর১৪, বিআর২৬, ব্রিধান২৭ চাষ করা। লবণাক্ততা সহনশীল ব্রিধান৪০, ব্রিধান৪১ ও ব্রিধান৪৭ চাষ করা। মঙ্গা এলাকায় ব্রিধান৩৩ ও বিনাধান৭ চাষ করা।
বন্যা পরবর্তী ধানের জাত বিআর২২, বিআর২৩ ও বিনাশাইল চাষ করা। ঠান্ডা সহিষ্ণু ব্রিধান৩৬ চাষ করা। খরাসহিষ্ণু, তাপসহিষ্ণু, ঠান্ডা সহিষ্ণু, বন্যা সহিষ্ণু, আলোক দৈর্ঘ্য সহিষ্ণু, আর্দ্রতা সহিষ্ণু ধানসহ বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করা। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ে শস্য বিন্যাস ও শস্য পর্যায় অবলম্বন করা।সেচ প্রদানের জন্য উপযোগী প্রযুক্তি প্রয়োগ করা।আরো রোগ বালাই সহিষ্ণু জাত উদ্ভাবন করা।
জলবায়ু ও আবহাওয়ার পূর্বাভাস কৃষকের কাছে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা। কৃষিতে তথ্য প্রযুক্তি, স্যাটেলাইট ও বায়োটেকনোলজির ব্যবহার করা। গ্রীন হাউস খামার তৈরি করা। যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যালোক নিয়ন্ত্রিত থাকবে। শস্য বীমা চালু করা। অঞ্চল ভিত্তিক শস্য চাষ। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পরিবর্তে অর্গানিক কৃষি উৎপাদন প্রবর্তন করা। সার্জন পদ্ধতিতে সারা বছর ফল ও শাকসবজি চাষ । প্রতি ইঞ্চি ভূমি কৃষি উৎপাদনে কাজে লাগানো আন্তফসল চাষাবাদ করা সাথী ফসল, মুড়ি ফসল, রিলে ফসল ও মিশ্র ফসলের চাষাবাদ করা।
কৃষি বনায়ন করা জলমগ্ন হাওর এলাকায় পানিতে ভাসমান পদ্ধতিতে চাষাবাদ করা। কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করা। জলবায়ু পরিবর্তনে কৃষিক্ষেত্রে উদ্ভুত ঝুঁকির প্রকৃতি ও সম্ভাব্য করণীয় বা অভিযোজন কৌশল সরকারের অনুসৃত সঠিক দুর্যোগ ব্যবস্থাপনা মডেল ও দুর্যোগ হ্রাস প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন।
কৃপ্র/ এম ইসলাম