কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ঝিনাইদহ জেলার শৈলকুপার খালধারপাড়ায় একটি কাঁঠাল গাছে বার মাসই কাঁঠাল ধরছে।একই সঙ্গে নতুন কাঁঠালের মুচি ধরেছে আবার অন্য কাঁঠাল পাকার অবস্থায় পৌঁছেছে।গাছের মালিক অসিত কুমার দাস জানান, গাছটির বয়স ১২-১৩ বছর। দু বছর অসমে কাঁঠাল ধরছে। গত বছর মৌসুমের কাঁঠাল ফুরিয়ে গেলে আবার মুচি ধরে। এ কাঁঠাল ডিসেম্বর মাসের শেষে পাকে। এ বছরও মৌসুমের কাঁঠাল জুলাই মাসের দিকে ফুরিয়ে গেলে নতুন মুচি আসে। ডিসেম্বরে কাঁঠাল পরিপক্ক হয়। আবার নতুন মুচি ধরেছে। এ কাঁঠাল জুন-জুলাই মাসে পাকবে বলে গাছের মালিক জানান।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম