কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি জমিতে সেচ একটি গুরুত্বপূর্ণ কাজ। মোট আমদানিকৃত ২৬-২৭ লাখ মে.টন ডিজেলের এক পঞ্চমাংশ সেচ কাজে ব্যবহৃত হয়। ডিজেলচালিত মোট ১১ লাখ অগভীর এবং এলএলপি পাম্পের মাধ্যমে সারা দেশে প্রায় ৭৭ ভাগ কৃষি জমিতে সেচ প্রদান করা হয়। বিদ্যুতের মাধ্যমে ২৩ শতাংশ জমিতে সেচ দেয়া হয় যাতে প্রায় ৪০০-৫০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়।
এমন প্রেক্ষাপটে কম-খরচে জমিতে পানি দেয়ার ক্ষেত্রে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সৌর বিদ্যুৎচালিত সোলার পাম্প প্রকল্প। যা কৃষি অর্থনীতিতে খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। সরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ইডকল’ ২০১৮ সালের মধ্যে দেশের প্রায় শতভাগ ডিজেলচালিত পাম্পগুলোকে সৌর প্রকল্পের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছে। সৌর পাম্প দ্বারা ডিজেলচালিত পাম্পগুলো পরিবর্তন করার জন্য সরকারের লক্ষ্য রয়েছে যা সেচ খাত থেকে ১৫০ মে.ওয়াট বিদ্যুতের ব্যবহার হ্রাস করবে।
কৃপ্র/এম ইসলাম