কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় স্থানীয়ভাবে ও দেশীয় প্রযুক্তিতে তৈরি রিমোট কন্ট্রোলচালিত এক্সেল পাওয়ার টিলারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা। গত সোমবার পাওয়ার টিলারটির তৈরিকারক ডা. আনোয়ারের গ্রামের বাড়ি আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে স্থানীয় মাঠে পাওয়ার টিলারটি চালিয়ে এই উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. এহেতেশাম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, দিনাজপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস। আনোয়ার বলেন, তার তৈরি ডিজিটাল এই পাওয়ার টিলারটি, বাজারের অন্যান্য পাওয়ার টিলার অপেক্ষা বেশি শক্তিশালী ও জ্বালানি খরচও অনেক কম, এই পাওয়ার টিলারে যে যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, তা সবাই স্থানীয়ভাবে লেদে তৈরি। এজন্য বাজারের অন্যান্য পাওয়ার টিলার অপেক্ষ দামও অনেক কম।
কৃষি অধিপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, আনোয়ার ইতোপূর্বে ধান কাটা-মাড়ার হারভেস্টার মেশিন তৈরি করে জাতীয় পুরস্কার পেয়েছেন। তার তৈরি হারভেস্টার মেশিন এই এলাকার ধান কাটা-মাড়াই কাজে জনপ্রিয়তা পেয়েছে তেমনি এই ডিজিটাল পাওয়ার টিলারটিও এই অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা বলেন, আমাদের বিদেশ থেকে কৃষিযন্ত্র আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, কিন্তু আনোয়ারের তৈরি এই মেশিন ক্রয় করলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এজন্য তিনি আনোয়ারের তৈরি এই পাওয়ার টিলারটি ব্যবহার করতে কৃষকদের পরামর্শ দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ বলেন, আনোয়ার এক্সেল পাওয়ার টিলারটি অন্যান্য পাওয়ার টিলার অপেক্ষা অনেক শক্তিশালী এর চাষের গভীরতাও অনেক বেশি, চাষের গভীরতা বেশি হওয়ায় এই টিলারটি দিয়ে চাষ করলে ফলনও বৃদ্ধি পাবে। এজন্য কৃষককে বিদেশি পাওয়ার টিলার ক্রয় না করে এই পাওয়ার টিলারটি ব্যবহার করতে পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, আনোয়ার ধান কাটামাড়া হারভেস্টার মেশিন তৈরি করে ২০১৩ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন। সেই স্বীকৃতির উৎসাহে এবার তিনি রিমোট কন্ট্রোলচালিত ডিজিটাল পাওয়ার টিলার তৈরি করলেন।
সুত্রঃ যায়যায় দিন কৃপ্র/ এম ইসলাম