কৃষিবিদ এম এ মোমিন: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, কৃষি ক্ষেত্রে নারী কৃষিবিদদের সফলতা কোনো অংশে কম নয়, তাই যোগ্যতার ভিত্তিতে নারী কৃষিবিদদের মূল্যায়ন করতে হবে। তিনি অনুজ নারী কৃষিবিদদের অগ্রজ সফল নারী কৃষিবিদদের অনুসরণ করার আহ্বান জানান।
সম্প্রতি কেআইবি অডিটোরিয়ামে ‘কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের অগ্রযাত্রায় নারী কৃষিবিদদের অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সহসভাপতি কৃষিবিদ বাসন্তী রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেআইবির সিনিয়র সহসভাপতি কৃষিবিদ এএমএম সালেহ এবং মহাসচিব কৃষিবিদ মোহাম্মদ মোবারক আলী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শামীমা সুলতানা চৌধুরী (রিতা) ও ফারজানা সাবরীন রিপা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেআইবির সদ্য নির্বাচিত মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক প্রমুখ। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহিলাবিষয়ক সম্পাদক কৃষিবিদ বিলকিস বেগম আলোচনা সভা শেষে সবাইকে ধন্যবাদ জানান।
কৃপ্র/ এম ইসলাম