কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কুষ্টিয়া জেলায় বিষমুক্ত বারি বিটি বেগুন চাষ বেড়েছে।সম্প্রতি উপজেলার চিথলিয়া উত্তরপাড়া এলাকায় বেগুন চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চণ্ডী দাশ কুণ্ড।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ ড. হায়াৎ মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি এনামুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচলিত বেগুন চাষে ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমনে সপ্তাহে দুই থেকে তিনবার কীটনাশক স্প্রে করতে হয় চাষিদের।
কীটনাশক প্রয়োগের কারণে কৃষকদের শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবেশেরও ভারসাম্য নষ্ট হয়। কিন্তু জিন প্রকৌশল পদ্ধতিতে উদ্ভাবিত বারি বিটি জাতের বেগুন ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ প্রতিরোধী হওয়ায় কীটনাশক ব্যবহার করতে হয় না।
কৃপ্র/এম ইসলাম