কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সিলেটের ছড়া ও খাল রক্ষায় ২৩৬কোটি ৪০ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। গত ২২ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ‘একনেক’ এর সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এবারই প্রথম ছড়া ও খাল রক্ষায় এতবড় প্রকল্প পেয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেটের ছড়া ও খাল রক্ষায় এই প্রকল্প অনুমোদনকে সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে সিটি কর্পোরেশন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেটের ছড়া ও খাল রক্ষার পাশাপাশি তা দৃষ্টিনন্দন করার সুযোগ সৃষ্টি হবে বলেও জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
প্রকল্পে সরকার ২শ’ কোটি ৯৪ লাখ টাকা এবং সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ৩৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করবে। প্রকল্পের আওতায় সিলেটের ১৩টি ছড়ার ২৬.৯৬ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। এছাড়া ৫ কিলোমিটার ইউটাইপ ড্রেন, সাড়ে তিন কিলোমিটার ওয়াকওয়ে, ১০ কিলোমিটার ছড়া ও খাল খনন করা হবে।
এছাড়াও এই প্রকল্পের আওতায় ৯টি ইকুইপমেন্ট ক্রয় করা হবে যার মধ্যে রয়েছে এমপিএসআইব্আিই এস্কাভেটর, উভচর এই এস্কাভেটর দিয়ে নদী খননও করা যাবে। প্রকল্পের আওতাভুক্ত ছড়া ও খাল গুলো হচ্ছে- মালনীছড়া, গোয়ালীছড়া, গাভীয়ার খাল, মুগনীছড়া, কালীবাড়ী ছড়া, হলদিছড়া, যুগনীছড়া, ধোপাছড়া, বুবিছড়া, বাবুছড়া, রতœার খাল, জৈন্তার খাল ও বসুর খাল।
২০১৭ সালের জানুয়ারি মাসে প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ সমাপ্ত করা হবে- এমনটাই জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, প্রকল্প প্রস্তুতির শুরু থেকে পাশ হওয়া পর্যন্ত অর্থমন্ত্রী এই প্রকল্পের জন্য সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। একনেকের সভায়ও তিনি এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। একনেকে’র সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের আওতায় সিলেটের ছড়া ও খাল উদ্ধার করে তা রক্ষায় দ্রুততার সাথে কাজ করার জন্য সংশ্লিস্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
এনামুল হাবীব আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং স্থানীয় সরকার সচিব আবদুল মালেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর নান্দনিক রূপ পাবে সিলেটের ছড়া ও খাল।’ তিনি বলেন, ‘প্রকল্পটির আওতায় নগরীর হলদিছড়ার আংশিক অংশে ড্রেন ও রিটেইনিং ওয়ালের পাশাপাশি ফুটওভারব্রিজ করে সেখানে হাতিরঝিলের মতো একটি আবহ ফুটিয়ে তোলার কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন।’ এই সংক্রান্ত নকশাও প্রস্তুত করা হয়েছে বলেও জানান নুর আজিজুর রহমান।
সুত্রঃ বাসস / কৃপ্র/ এম ইসলাম