কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি মৌসুমে মানসম্মত আলু বীজের অভাবে বিপাকে পড়েছেন দিনাজপুরের চাষিরা। সরকারিভাবে সরবরাহকৃত মানসম্মত বীজ না পেয়ে স্থানীয়ভাবে নিম্নমানের বীজ সংগ্রহ করে আলু আবাদ শুরু করলেও কাঙ্খিত ফলন নিয়ে তারা রয়েছেন শংকায়। অনেকেই জমি প্রস্তুত করেও বীজ না পেয়ে আলু আবাদ করতে পারছেন না।দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, বিরলসহ দিনাজপুরের ১৩টি উপজেলায় চলতি মৌসুমে ৪২ হাজার ২৩০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর এই আলু আবাদ করার জন্য বীজের প্রয়োজন মোট ৬৩ হাজার ৩৪৫ মেট্রিক টন।
দিনাজপুরে আলু বীজের মোট চাহিদা ৬৩ হাজার ৩৪৫ মেট্রিক টন হলেও সরকারি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি সরবরাহ করেছে নামে মাত্র আলু বীজ।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি (বীজ) দিনাজপুরের উপপরিচালক ড. মাহবুবুর রহমান জানান, দিনাজপুর জেলায় এবার মোট ১ হাজার ৬৭৫ মেট্রিক টন আলু বীজ সরবরাহ করা হয়েছে। চাহিদার তুলনায় আলু বীজ সংকটের কথা স্বীকার করে ড. মাহবুবুর রহমান জানান, জনবলের সংকট ও সরকারি জমির অভাবে চাহিদা অনুযায়ী আলু বীজ উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
এদিকে সরকারি মানসম্মত এসব বীজের প্রতি কেজি মুল্য ২২ টাকা ও ২৫ টাকা হলেও বাজারে তা ৩৫ থেকে ৪০ টাকা কেজি দাম দিয়েও পাচ্ছেন না আলু চাষীরা। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে বাজার থেকে নিম্নমানের বীজ নিয়ে আলু বপন করছেন কৃষকরা। এতে মানসম্মত বীজ না পেয়ে প্রতারিত হচ্ছেন আলু চাষীরা।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/ এম ইসলাম