কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ৮ মণ আলু বিক্রি করেও পাওয়া যাচ্ছে না ১ কেজি ইলিশ মাছ। অবিশ্বাস্য মনে হলেও মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি বাজারে ইলিশের দাম ও আলুর দামের এ চিত্র পাওয়া যায়। মৌসুমের শুরুতে ঠাকুরগাঁওয়ের হাট বাজারে প্রতিকেজি আলু প্রকার ভেদে ৩০-৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে দাম কমে সেই আলু বিক্রি হচ্ছে এখন ৩-৪ টাকা কেজি দরে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের কৃষক জয়নাল আবেদীন তার পারিবারিক অনুষ্ঠানের জন্য ইলিশ মাছ কিনতে যান। বিক্রেতা তার কাছে ইলিশের দাম হাঁকে কেজি প্রতি ৮শ’ টাকা। জয়নাল আবেদীন জানান, এক কেজি ইলিশ মাছ কিনতে তাকে ৮ মণ আলু বিক্রি করতে হবে। পরে তিনি ইলিশ মাছ না কিনে মাংস কিনেছেন। কিন্তু এক কেজি মাংস কিনতেও চার মণ আলু বিক্রি করতে হয়েছে জয়নালকে।
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনাই কাশিবাড়ি গ্রামের শরিফুল ইসলাম বলেন, প্রতিকেজি আলু উৎপাদনে তার খরচ হয়েছে ৭-৮ টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে ৩-৪ টাকা কেজিতে। এবার এ জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২১ হাজার ৮শ হেক্টরে। কিন্তু লক্ষমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ২৩ হাজার ৪শ ১৫ হেক্টরে বলে জানান তিনি।
সুত্রঃ যুগান্তর অনলাইন/ কৃপ্র/এম ইসলাম