কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বুধবার ভারী কুয়াশা অব্যাহত রয়েছে। এতে অঞ্চলগুলোর মহাসড়কসমূহ বন্ধ এবং ফ্লাইট বিলম্বিত করা হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় বেইজিংয়ের ট্্রাফিক পুলিশ মহাসড়কগুলোর বেশ কয়েকটি স্টেশন বন্ধ করে দিয়েছে। এগুলোর মধ্যে রাজধানীর সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের হারবিন ও পূর্বাঞ্চলের সাংহাই ও পার্শ্ববর্তী তিয়ানজিন মিউনিসিপালটির যোগযোগ স্থাপনকারী কয়েকটি লিংক রোডও রয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
বুধবার সকালে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেংঝৌ জিনঝেং আন্তর্জাতিক বিমানবন্দরে দিবা ফ্লাইটগুলোর দৃশ্যমানতা ছিল মাত্র ৫০ মিটার। এই কারণে গত দুই দিনে বিমানবন্দরটির প্রায় ১শ ৮০টি ফ্লাইট বাতিল করা হয়। শুক্রবার থেকে চীনের অনেক অঞ্চল ভারী কুয়াশায় ঢাকা পড়ে আছে। এতে যান চলাচল বিঘিœত হচ্ছে। রোববার বেইজিং সতর্কতা সংকেত বাড়িয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। বুধবার মাঝরাত থেকে এই বায়ু দূষণ শুরু হয়েছে।
কৃপ্র/এম ইসলাম