কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি মৌসুমে পাবনা জেলায় কালিজিরার আবাদ বেড়েছে। চলতি মৌসুমে পাবনা জেলার নয় উপজেলায় ৬৫৬ হেক্টর জমিতে কালিজিরার আবাদ হয়েছে।কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালে পাবনার নয় উপজেলায় ২০৫ হেক্টর জমিতে কালিজিরা আবাদ হলেও ২০১৫ সালে তা বেড়ে ২২৯ হেক্টরে দাঁড়ায়। এছাড়া ২০১৬ সালে জেলাজুড়ে কালিজিরার আবাদ হয় ৬৩৬ হেক্টর জমিতে। চলতি বছর আবাদকৃত জমির পরিমাণ আরো বেড়ে ৬৫৬ হেক্টরে দাঁড়িয়েছে।
পাবনা সদর উপজেলায় ৩০, আটঘড়িয়ায় ৫০, ঈশ্বরদীতে ১০, চাটমোহরে ১৩০, ভাঙ্গুড়ায় ৪০, ফরিদপুরে ৬০, বেড়ায় ১৫, সাঁথিয়ায় ১০ ও সুজানগর উপজেলায় পাঁচ হেক্টর জমিতে কালিজিরা আবাদ করা হয়েছে। এ আবাদ থেকে ৩৩৬ টন কালিজিরা পাওয়া যাবে বলে আশাবাদী কৃষি দপ্তর।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভূতি ভূষণ সরকার জানান, দিন দিন পাবনায় কালিজিরার আবাদ বাড়ছে। এরই মধ্যে কালিজিরা থেকে উত্পাদিত তেল মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি পণ্যটি কিনে নেয়ার কারণে বাজারজাতেও কোনো ঝামেলা পোহাতে হয় না চাষীদের।তিনি আরো বলেন, কালিজিরার ফুল থেকে উত্পাদিত প্রতি মণ মধু বিক্রি হয় ১২ হাজার টাকায়। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও ভারতের ডাবর কোম্পানি এ মধু সংগ্রহ করে। জেলায় কালিজিরা আবাদ বাড়ানোর লক্ষ্যে সরকারিভাবে প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি।
সুজানগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কালিজিরাচাষী দেলওয়ার হোসেন জানান, কালিজিরা একটি লাভজনক ফসল। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি কলোজিরা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে প্রতি মণ কালিজিরা বিক্রি হচ্ছে ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকায়। তিনি আরো জানান, প্রতি বিঘা জমিতে কালিজিরা আবাদে ৮ হাজার টাকার মতো ব্যয় হয়। বিঘাপ্রতি জমি থেকে প্রায় চার মণ কালিজিরা পাওয়া যায়। এতে কৃষক প্রতি বিঘা জমি থেকে ২০-২২ হাজার টাকা লাভ করতে পারেন।
কৃপ্র/ এম ইসলাম