কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ তথ্য-যোগাযোগ প্রযুক্তি এবং রেডিও-টেলিভিশনের মাধ্যমে দেশের কৃষকদের অবস্থার উন্নয়ন হচ্ছে। বেসরকারি সংস্থা ক্যাটালিস্টের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত তিন বছরে এভাবে ২০ লাখ কৃষক উপকৃত হয়েছেন। এতে আরও জানানো হয়েছে, কৃষককে যত বেশি তথ্যসেবা দেয়া হবে দেশের কৃষি খাত তত উন্নত হবে এবং দেশ দারিদ্র্য নিরসনে এগিয়ে যাবে।
ঝড়-ঝঞ্ঝা বা আকস্মিক বন্যায় পানিতে ডুবে ফসল নষ্ট হয় যুগ যুগ ধরে। আবার অনাবৃষ্টি, খরা, ক্ষতিকর কীটনাশক, ভেজাল বীজ বা পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও অনেক। তবে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, অ্যাপস বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে কৃষককে সময়মতো সঠিক তথ্য পৌঁছে দিলে তারা যে উপকৃত হন তা উঠে এসেছে মাঠপর্যায়ের গবেষণায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ক্যাটালিস্ট প্রকল্পের গবেষণা চিত্র তুলে ধরে জানানো হয়, টেলিভিশনে কৃষিবিষয়ক অনুষ্ঠান দেখে এবং মোবাইল ফোনে বাংলায় কৃষিবিষয়ক বার্তা আদান-প্রদানের আওতায় আসা ২০ লাখ কৃষক অন্য কৃষকদের চেয়ে ভালো উৎপাদন এবং বাজারজাত করেছেন। প্যানেল আলোচনায় তথ্য-যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, কৃষি খাত আরও সমৃদ্ধ করতে কৃষকবান্ধব তথ্যপ্রবাহ বাড়াতে হবে।
সুত্রঃ কৃপ্র/এম ইসলাম