কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নেত্রকোনা জেলায় চলতি মৌসুমে সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ বিভাগের বিশেষজ্ঞরা জেলার দশ উপজেলার বিভিন্ন সবজির ক্ষেত পরিদর্শন করে একথা বলেন। বিশেষজ্ঞরা বলেন, জেলার কৃষকগণ পাঁচহাজার ৫৫০হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ করেছে যেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল পাঁচ হাজার ৫২৫ হেক্টর। তারা টমেটো, সীম বেগুন, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মুলাসহ বিভিন্ন প্রকার শীতকালীন সবজি তোলা শুরু করেছেন। জেলার কাঁচা বাজারগুলো শীতকালীন সবজিতে ভরে গেছে। দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে।
ডিএই’র উপ পরিচালক বিলাশ চন্দ্র পাল বলেন, জেলার কৃষকগণ চলতি সময়ে শীতকালীন সবজি উৎপাদনের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বিএডিসি ও বিসিআইসিসহ বিভিন্ন রাষ্ট্র পরিচালিত সংস্থা কৃষকদের মাঝে মানসম্মত বীজ, সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করেছে।
কৃপ্র/এম ইসলাম