কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কক্সবাজার জেলার চকরিয়ায় মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে মাটির একটি অস্থায়ী ক্রসবাঁধ নির্মাণ কাজ শেষ হয়েছে। নদীর এই পয়েন্টে টানা ১৬দিন পর মাটির ক্রসবাঁধটির নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার মাধ্যমে সেচ সুবিধা নিতে পারায় স্থানীয় হাজারো কৃষকের মাঝে আশা জেগেছে। এতে করে চলতি মৌসুমে চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৬০ হাজার একর জমিতে বোরো চাষবাদ নিশ্চিত হয়েছে।
উপজেলার বরইতলী ইউনিয়নের মাতামুহুরী নদীর পয়েন্টে ২০০৯ সালে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঘগুজারা রাবার ড্যামের কয়েকটি জয়েন্ট গত ডিসেম্বর মাসে অস্বাভাবিক পানির চাপে খুলে যায়। এ অবস্থার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত রাবার ড্যামটি মেরামত ও কৃষকের সেচ সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড।
জানুয়ারি মাসের প্রথম দিন নদীর দুই অংশে মাটির দুটি অস্থায়ী ক্রঁসবাধ নির্মাণের কাজ শুরু হয়। কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। নির্মাণ কাজের তদারকিতে ছিলেন কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার ও বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান বদিউল আলম এবং কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম
পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া উপজেলা শাখা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, চকরিয়া ও পেকুয়া উপজেলার কৃষকের বোরো চাষের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত রাবার ড্যামটি মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে পাশাপাশি দুই উপজেলার কৃষকরা নদীর মিঠাপানির সেচ সুবিধা নিতে পারে।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম