কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থার (ইউএসএআইডি) উদ্যোগে সম্প্রতি ঢাকায় আয়োজিত এগ্রিকালচার ইনোভেশন সামিটেএ নতুন ফিড দ্য ফিউচার এশিয়া রিজিওনাল ইনোভেটিভ ফারমার্স প্রকল্প চালু করা হয়েছে। উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এই প্রকল্পটি বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশেই কৃষি উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ ও পরিবেশবান্ধব স্থিতিশীলতার উন্নয়ন ঘটাবে।
এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষিবিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিতরণের ক্ষেত্রে এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতার আহ্বান করা হবে, যা সম্ভাবনাময় নতুন প্রযুক্তি আবিষ্কার, অংশীদারিত্বকে সহায়তা এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত “সাপ্লাই চেইনের” সব স্তরের কৃষকের কাছে সফল প্রযুক্তি ও প্রয়োগ নিয়ে আসবে। অনুষ্ঠানে বাংলাদেশ
সরকারের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররাফ হোসেন এবং ইউএসএআইডির ইকোনমিক গ্রোথ অফিস ডিরেক্টর ম্যাট কার্টিস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউএসএআইডি ‘টেক ফর ফারমার্স চ্যালেঞ্জ’-এর বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দিনব্যাপী এই সামিটে কৃষক, গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রায় ১৭৫ জন অংশ নেন।
কৃপ্র/এম ইসলাম