কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফুলপ্রিয় মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে আজ রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ওয়ান ব্যাংক ফুল মেলা-২০১৭’। রাজশাহী বৈকালী সংঘ (আরবিএস) এবং ওয়ান ব্যাংক লিমিটেড যৌথভাবে মনি বাজার চত্বরে এ মেলার আয়োজন করেছে। নগরীর বিভিন্ন নার্সারি মেলায় ১৪টির বেশি স্টলে ফুল প্রদর্শন করছে।
গোলাপ, গাঁদা, অর্কিড, লিলি, টিউলিপ, ড্যাফোডিল, সূর্যমুখী, গন্ধরাজ, ডালিয়া, নাইট কুইন, কসমসসহ বিভিন্ন জাতের ফুল মেলায় দর্শকদের আকর্ষণ করছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবিএস সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামান।
ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকরুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আবদুর মান্নান, আরবিএস সাধারণ সম্পাদক রশিদ উদ্দিন বাবু এবং মেলার আহ্বায়ক শরিফুল আবেদীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম