কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ছত্রাক সহিঞ্চু আলুর দুটি জাতের পরীক্ষামূলক চাষ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট। ছত্রাক নাশক ছাড়াই ‘অ্যালুয়েট’ ও’ক্যারোলাস’ নামের দুই জাতের আলু চাষের পরীক্ষা চালিয়ে সফলতা পেয়েছে ইনস্টিটিউটের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র। উচ্চ ফলনশীল ওই দুই জাতের আলুর আবাদ সম্প্রসারিত হলে আলুর উৎপাদন বাড়বে, কম খরছে কৃষকরা লাভবান হবেন, অন্যদিকে ছত্রাক নাশকের আমদানি কমে ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একইসঙ্গে ছত্রাক নাশকের বিরূপ প্রভাব থেকে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিষ কুমার সাহা বলেন, “গত বছর ‘অ্যালুয়েট’ ও ‘ক্যারোলাস’ জাতের আলুর প্রথম পরীক্ষায় ভালো ফল পাওয়ার পর এ বছরও পরীক্ষামূলকভাবে চাষিদের মাঝে দেওয়া হয়েছে। দুই বছরের পরীক্ষার ফলাফলে দেখা গেছে ছত্রাকনাশক ছাড়াই ওই দুই জাতের আলুর ফলন ভালো পাওয়া যাচ্ছে। ক্ষেতে লেট ব্লাইট আক্রমণ করতে পারছে না।
সুত্রঃ কালের কণ্ঠ / কৃপ্র/এম ইসলাম