কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কুমিল্লা জেলার হোমনা উপজেলায় এবার আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে ৪শ হেক্টর জমিতে চলতি বছর আলু চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে ৮ হাজার ৪শ টন। গত বছর ৩শ ৮০ হেক্টর জমিতে আলু চাষ করে উৎপাদন হয়েছিলো ৭ হাজার ২শ ৯৬ টন।
উপজেলার দড়িচর ব্লকের চাষিরা জানান, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে গবেষণাকৃত আলু চাষে লাভবান হওয়া যায়। চলতি বছর জমিতে বেলিনি, এক্সটারিজ (লাল), ডায়মন্ড ও প্রদশর্নী প্লটে বুলু মিয়া জাতের আলু চাষ করেছেন। বিএডিসির মাধ্যমে সরকারিভাবে লোন হিসেবে বীজ, সার ও কীটনাশক পেয়েছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত কোনো রোগ-বালাই বা মরক দেখা যায়নি। তাই বাম্পার ফলন আশা করছেন এবং খরচ বাদে ৪০ বিঘা জমিতে ১৫ লাখ টাকারও বেশি আয় হবে বলেও তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, সঠিক নিয়ম মেনে আলু চাষ করলে কৃষক অধিক লাভবান হয়। উপজেলায় কৃষকদেরকে কৃষি কাজে উতসাহ দিয়ে আসছি। যার ফলে প্রতিবছরই আলু, ভুট্টা, গম ও বোরোসহ বিভিন্ন ফসল চাষে কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। এবার আলু চাষে বাম্পার ফলনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করছি।
কৃপ্র/ এম ইসলাম