কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে বোরো বঞ্চিত জমিতে ফেলন শিম চাষ করেছে কৃষকরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার বোরো বঞ্চিত বিলে চাষিরা প্রচুর ফেলন শিম চাষ করেছে। এ ধরনের শিম গাছ ইতিমধ্যে ৫-৬ ইঞ্চি পর্যন্ত উচ্চতা হয়েছে। উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন জানান, এ বছর সারা লোহাগাড়ায় দুই হাজার এক শ‘ হেক্টর জমিতে ফেলন শিম চাষ করেছে কৃষকরা।
উপজেলা সদর এলাকার বোরো বঞ্চিত জমিতে চাষকৃত ফেলন শিমের এবছরের ফলনে খুশি স্থানীয় কৃষকরা। জানা যায়, আমন ধান কাটার পর পরই কৃষকরা জমির আগাছা পরিষ্কার করে প্রতি শতক জমিতে ১২০-১২৫ গ্রাম ফেলন জাতীয় শিম বীজ ছিটায়। তারপর ৩-৪ মাসের মধ্যে ফলন পাওয়া যায়।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম