কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও উৎপাদনমুখী যন্ত্রপাতি আমদানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। শিল্পমন্ত্রী সংসদে জাতীয় পার্টির মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে সমস্যা চিহ্নিত করে জামানতবিহীন এবং ক্লাস্টারভিত্তিক ঋণ প্রাপ্তির ক্ষেত্র তৈরির পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে দেশের বিত্তবানদেরকে ব্যাপকভাবে শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য সরকারের পক্ষ থেকে উৎসাহ বা সহযোগিতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে।
মন্ত্রী বলেন, শিল্পায়নে পশ্চাৎপদ এবং অর্থনৈতিক অনগ্রসর এলাকায় শিল্প সম্প্রসারণ বা স্থাপনের জন্য মূলধনী বিনিয়োগের ওপর নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি, উৎপাদিত পণ্যের ওপর থেকে কর ও শুল্ক অব্যাহতি, এ্যাক্রেডিটেশন সনদের ফি বা চার্জ এবং বীমা স্কীমের প্রিমিয়াম খরচ পুনর্ভরণের ব্যবস্থা এবং চলতি মূলধনের সুদের ওপর ভর্তুকি প্রদান করা হবে।
শিল্পমন্ত্রী বলেন, শিল্প পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক কর যৌক্তিকীকরণ করা হবে।
তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত কাঁচামালের ওপর আরোপিত শুল্ক ও কর হার সম্পূর্ণরূপে তৈরি পণ্য আমদানির ওপর আরোপিত শুল্ক ও কর হার থেকে কম হবে।মন্ত্রী বলেন, স্থানীয় শিল্প প্রতিরক্ষণে অধিক মূল্য সংযোজনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকারী পূর্ণাঙ্গ ও স্থানীয় উৎপাদনমুখী শিল্পকে প্রণোদনা প্রদান সরকারের প্রচলিত বিধি-বিধানে নির্ধারিত হবে। শিল্পমন্ত্রী বলেন, শিল্পখাতের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রয়োজনীয় গ্যাস এবং পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে।
শিল্পমন্ত্রী বলেন, আমদানি বিকল্প পণ্য উৎপাদনকে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্রণোদনাসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। উদ্যোক্তাদের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ধারাবাহিক প্রশিক্ষণ এবং একইসাথে বাজার সংযোগ ও বাজার সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি বলেন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করার লক্ষ্যে বহুমুখী বাজার সুবিধা সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কৃপ্র/ এম ইসলাম