কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর পূর্ব তীরে জেগে ওঠা চরের মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। যার বেশির ভাগ ইটের ভাটায় বিক্রি করা হচ্ছে। নদীর পূর্ব পাড়ে পৌরসভার ১নং ওয়ার্ড ও সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা ও খেজুরবাড়ি গ্রামের কোল ঘেঁষে জেগে ওঠা সন্ধ্যা নদীর বিশাল চর প্রায় ৮/১০ বছর পর্যন্ত লিজ না নিয়ে একটি চক্র অবৈধভাবে দখল করে প্রতিনিয়ত হাজার হাজার টাকার মাটি বিক্রি করছে।
চক্রটিকে এলাকাবাসী চর থেকে অবৈধভাবে মাটি কাটতে বহুবার বাধা দিয়েছে। কিন্তু বাধা উপেক্ষা করে দেদারছে মাটি কেটে বিক্রি অব্যাহত রেখেছে। নদী ভাঙনের প্রায় চার-পাঁচ দশক পরে ওই অংশে জেগে ওঠা চর কাটার ফলে আবার নতুন করে ভাঙন শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া নদীতে ড্রেজার মেশিন দিয়ে বেপরোয়া বালু উত্তোলনের ফলে ভাঙন ঝুঁকিতো রয়েছেই।
এদিকে সম্প্রতি এ অভিযোগে বানারীপাড়া থানার এসআই কাজল চন্দ্র মজুমদার মাটি কাটার সময় কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসেন। এসআই কাজল চন্দ্র মজুমদার জানান, সরকারি চরের জায়গা কেটে আর মাটি বিক্রি করবে না এমন মুচলেকা রেখে আটকদের ছেড়ে দেওয়া হয়েছে। ভূমি খেকোরা মুচলেকা দিয়ে যাওয়ার পরদিন থেকেই পুনরায় মাটি কেটে বিক্রি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, চরের কোনো জায়গা এখন পর্যন্ত লিজ দেওয়া হয়নি এবং চর থেকে কাউকে মাটি কাটতে অনুমতিও দেওয়া হয়নি। এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন বলেও জানান।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম