কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গত ২০১৬ সালে দেশের প্রায় দেড় কোটি কৃষকের কাছে পৌছে গেছে এসিআই লিমিটেড।এসিআই লিমিটেডের বাৎসরিক সম্মেলনে এসিআই’র এগ্রিবিজনেস শাখার ক্রপ কেয়ার, এনিমেল হেলথ, ফার্টিলাইজার, ক্রপেক্স, সীডস, কৃষি প্রযুক্তির মাধ্যমে চলতি ২০১৭ প্রায় ২ কোটি কৃষকের কাছে পৌছাতে চায়। গত বছরে কোম্পানির বার্ষিক আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ।
এসিআই লিমিটেডের (এগ্রিবিজনেস) নির্বাহী পরিচালক ড. ফা হ আনসারী বলেন, দেশে এখন দুধ ও মাংসের ঘাটতি রয়েছে। অন্যদিকে মাটির উর্বরা শক্তি কমে গিয়ে ফসলের উত্পাদনশীলতা কমে আসছে। এ অবস্থায় কৃষি ও কৃষকের জীবন পরিবর্তনের মাধ্যমে সম্পদশালী করতে করনীয় সকল বিষয়গুলোকে বাস্তবায়ন করা হবে। এর জন্য প্রযুক্তি হস্তান্তর থেকে শুরু করে উন্নত বীজ, সার এবং উপকরন সহায়তা দ্রুত কৃষকের কাছে পৌছাতে কাজ করতে হবে। সরকারী সহায়তা ও নীতি-নির্দেশনা অনুসারে ব্যবসায়িক পরিকল্পপনা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, এদেশের অর্ধেক লোক কৃষিতে কাজ করে আর ৭০ ভাগ জমি কৃষিতে ব্যবহার হয়। দেশের খাদ্য নিরাপত্তা ও মানুষের অর্থনৈকি উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ। তাই এসিআই এগ্রিবিজনেস বাংলাদেশের এনিমেল হেলথ ২ লক্ষ ৪০ হাজার খামারের মধ্যে ১ লক্ষ ৯৪ হাজার প্রায় ৮১ শতাংশ কৃষকের কাছে পৌছে গেছে। এছাড়া এসিআই মটরসের কৃষি প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে ১ কোটি ৭০ লাখ কৃষকের মধ্যে ৫০ লাখ কৃষকের কাছে, সারের মাধ্যমে ৩২ লাখ, বীজের মাধ্যমে ৪০ লাখ কৃষকের কাছে পৌছে গেছে। অনান্য চলমান শাখা ছাড়াও নতুন ব্যবসায়িক শাখার মাধ্যমে চলতি বছরে ২ কোটি কৃষকের সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানিটি।
নতুন প্রযুক্তির বিষয়ে এসিআই’র অ্যানিম্যাল হেলথের বিজনেস ডিরেক্টর শাহেনশাহ্ বলেন, বার্ড ফ্লু সংযোজিত রোবটিক ও হেকটারসি ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে। এছাড়া চিংড়ি ও পোলট্রির রোগ সনাক্তে ডাইগনোসিস ল্যাব এবং এনিম্যাল হসপিটাল তৈরি করা হচ্ছে।
এসিআই সীডের হেড অফ বিজনেস সুধির চন্দ্র নাথ বলেন, টিস্যু কালচারের মাধ্যমে আধুনিক বীজ উদ্ভাবন করা হচ্ছে। পটেটো ভেরাইটি ২০-৩০ শতাংশ পর্যন্ত উত্পাদন বাড়ায়। এছাড়া হাইব্রিডিটি টেস্ট, সীড হেলথ টেস্ট যা কিনা সিডের গুনগত মানের নিশ্চয়তা দিতে সক্ষম।
ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর বশির আহমেদ বলেন, ফার্টিলাইজার এ ট্রিককো কমপোস্ট, সালফার ইনরিচড জিপসাম, পটাশ বাজারজাত করা হচ্ছে। চলতি বছরে নাইট্রোজেন সাশ্রয়ী পটাশ সার বাজারজাত করা হবে। বায়ো ফার্টিলাইজার, রেডি মিক্স সয়েল ও ন্যানো ফার্টিলাইজার বিপনন করা হবে।
এসিআই’র এগ্রিবিজনেস গত বছরে মোট আয়ে ২৬ শতাংশ ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। বিভাগ ভিত্তিক অর্জনের মধ্যে মোটরসে ৫৪, এনিমেল হেলথ ২৩, এসিআই ফর্টিলাইজার ২৩, এসিআই সীড ২৯ এবং পিপিএল ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। উল্লেখ্য, ১৯৯২ সালে আইসিআই লিমিটেড স্থানীয় ব্যবস্থাপনার কাছে হস্তান্তরের মাধ্যমে এ্যাডভানসড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ (এসিআই) লিমিটেড নামকরন নিয়ে যাত্রা শুরু হয়।
সুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম