কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সমেষপুর-শাহারপাড়া সংযোগ খালে বাঁধ দিয়ে ইট ভাটায় মাটি নেয়ার রাস্তা করেন স্থানীয় এক মেম্বারসহ প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী। এতে পার্শ্ববর্তী মাঠের দুই শতাধিক একর জমির বোরো চাষ হুমকিতে পড়েছে।জানা গেছে, ভাদুর ইউপি’র সমেষপুরের ওয়ার্ড মেম্বার সালাউদ্দিন সুমন ও দেহলা গ্রামের মাহবুবুর রহমান মুন্সিসহ কয়েকজন মাটি ব্যবসায়ী ভাদুর এবং ভোলাকোট ইউনিয়নের বরেন্দ্রখাল ও খ্রীজানের খালের সঙ্গে সমেষপুর মাঠের মধ্যখান দিয়ে বয়ে যাওয়া শতবছর আগের প্রবহমান সংযোগ খালে বাঁধ দিয়ে জেবিএম ও মদিনা ইট ভাটায় মাঠের টপ সয়েল আনা শুরু করে। ফলে এ মাঠের দু’শ’ একর জমির বোরো মৌসুমসহ চাষাবাদ হুমকিতে পড়বে।
দু’বছর আগে কৃষকদের দাবির ফলে সরকারের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের মাধ্যমে খালটি পুনঃখনন করা হয়। এদিকে সালাউদ্দিন সুমন মেম্বার জানান, এটা সরকারি খাল নয়, ব্যক্তিমালিকানা জমির উপর দিয়ে খালটি হয়েছে। মাটি নেয়া শেষ হলে বাঁধটি উঠিয়ে দেয়া হবে। ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া জানান, ইউএনও আমাকে বলার পর
সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের কাজ বন্ধ করে বাঁধ অপসারণের জন্য বলে দিয়েছি। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফ জানান, খবর পেয়ে তহসিলদারকে পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে এবং ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে বাঁধ দেয়ার সঙ্গে জড়িতদের দিয়ে অপসারণের জন্য। এরপরও আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম