কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পঞ্চগড় জেলায় টমেটোর বাণিজ্যিক আবাদ বাড়ছে।টমেটো চাষ করে গত এক দশকে ভাগ্য বদল হয়েছে জেলার অনেক কৃষকের। উৎপাদন বাড়াতে কৃষি বিভাগও কৃষকদের উচ্চফলনশীল (উফশী) চাষের পরামর্শ দিচ্ছেন। জানা গেছে, তুলনামূলক শীতল আবহাওয়ার কারণে পঞ্চগড়ে টমেটোর ফলন ভালো হয়। এছাড়া এখানকার মাটিও টমেটো চাষের উপযোগী। জেলার উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। কয়েক বছর ধরে বাজার চাঙ্গা থাকার কারণে জেলায় টমেটোর চাষ বাড়ছে।
পঞ্চগড়ে দুই দফায় টমেটো চাষ হয়। প্রথম দফায় শীতকালে আমন ধান সংগ্রহের পর পরই শুরু হয় আগাম টমেটো উত্পাদন। দ্বিতীয় দফায় গ্রীষ্মকালে উত্পাদন হয় লেট টমেটো, যা ওই সময়ে দেশের আর কোথাও উৎপাদন হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে পঞ্চগড়ে ২ হাজার ২৫২ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরে ২ হাজার ২৭৫ হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ জমিতে টমেটো চারা রোপণ হয়ে গেছে এবং তা থেকে উৎপাদনও শুরু হয়েছে।
টমেটো ফসলের সুবাদে জেলার অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে। বর্তমানে জেলার অন্তত এক হাজারেরও বেশি পরিবার টমেটো চাষ করে জীবিকা নির্বাহ করছে। তবে শুধু উৎপাদন নয়, টমেটোর বিপণনও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সদর উপজেলার চারমাইল এলাকার টমেটোচাষী তৌহিদুল ইসলাম বলেন, চার বছর আগে মাত্র ১৬ শতক জমিতে আমি টমেটো চাষ শুরু করি। টমেটো চাষ করে এখন আমি স্বাবলম্বী। টাকার জন্য আর কারো কাছে হাত পাততে হয় না।
তিনি বলেন, চলতি মৌসুমে আমি ১০ একর জমিতে টমেটো চাষ করেছি। আশা করছি, প্রতি বিঘায় খরচ বাদ দিয়ে ৪০-৫০ হাজার টাকা লাভ হবে। হাফিজাবাদ এলাকার টমেটোচাষী মফিজার রহমান বলেন, প্রতি বিঘা টমেটো চাষে ২৫-৩০ হাজার টাকা খরচ হয়। আর এ জমি থেকে ৮০-৯০ হাজার টাকার টমেটো পাওয়া যায়। চারা রোপণের পর দুই-আড়াই মাসের মধ্যে টমেটো সংগ্রহ করা হয়। বিক্রির জন্য কোনো ঝামেলা নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে ক্ষেত থেকেই টমেটো কিনে নিয়ে যান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুল হক বলেন, পঞ্চগড়ে উত্পাদিত টমেটো সুস্বাদু, দেশের সর্বত্রই এর কদর রয়েছে। বিশেষ করে দেরিতে অর্থাত্ গ্রীষ্মকালে যে টমেটো এ জেলার চাষীরা উৎপাদন করেন, তা ওই সময়ে দেশের আর কোথাও পাওয়া যায়না। অনুকূল আবহাওয়া আর উপযুক্ত মাটির কারণে দিন দিন জেলায় টমেটো চাষ বাড়ছে। উত্পাদন বাড়াতে নতুন নতুন কৃষককে টমেটো চাষে উদ্বুদ্ধ করা ও উফশী জাত ব্যবহারে পরামর্শ দেয়া হচ্ছে।
সুত্রঃ বনিক বার্তা/ কৃপ্র/এম ইসলাম