কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আম বাগানগুলোতে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই এলাকায় অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছর বাম্পার ফলনের আশা করছেন আম চাষীরা। আঞ্চলিক হর্টিকালচার রিসার্চ স্টেশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন বলেন, আমের মুকুল ফোটার বর্তমান অবস্থায় অনুকূল পরিবেশ বজায় থাকলে আশা করা যাচ্ছে এই বছর চমৎকার ফলন পাওয়া যাবে।
তিনি বলেন, এ অঞ্চলের প্রায় ৩২ হাজার ৮১৬ হেক্টর জমিতে আম বাগানে বিভিন্ন বয়স ও জাতের প্রায় ৩০ লাখ আম গাছ রয়েছে। অনেক বাগান মালিক জানান, সাম্প্রতিক বছরগুলোতে বসতবাড়িতে আম বাগান করার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে ৭০ জাতের আম চাষ হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাত হলো গোপালভোগ, ফজলি, ল্যাংড়া, খিরসাপাতি, আম্রপালি, আশ্বিনা, গুটি ও মিষ্টিমধু।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, আম চাষীরা এ বছর তাদের বাগানে ও বসতবাড়িতে সফলভাবে আম চাষে ও তদারকিতে ব্যাপক কার্যকর পদক্ষেপ নিয়েছে। রাজশাহী আম গবেষণা স্টেশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দিন আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া, তাপমাত্রার ওঠা-নামা, বৃষ্টিপাত এবং আগামী কয়েক মাস কীট-পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পেলে এখানে বাম্পার ফলন পাওয়া যাবে।
সুত্রঃ বাসস / কৃপ্র/ এম ইসলাম