বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান: আমের ম্যালফরমেশন (Malformation) রোগ। এই রোগ সৃষ্টিকারী প্রকৃত জীবানু এখনও সঠিকভাবে নির্ধারিত হয় নাই। তবে বিজ্ঞানীদের ধারনা ইহা শারীরবৃত্তীয, ভাইরাস, মাইট অথবা ছত্রাক (Fusarium moniliformae) জনিত কারণে হয়।
রোগের লক্ষনঃ ম্যালফরমেশন রোগ আমের কান্ড এবং পুস্পমঞ্জরীতে হয়। আক্রান্ত কান্ডের মাথায় অসংখ্য ছোট ছোট কুড়ি বের হয় এবং এতে ক্ষুদ্র ক্ষুদ্র পাতা থাকে। এ সব কুড়ি স্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় না। আক্রান্ত কান্ডের বৃদ্ধি থেমে যায়। মুকুল আক্রান্ত হলে উহা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে জটলার মত ধারণ করে। এ সব মুকুলের ফুলে কোন ফল ধরে না। চারা গাছ আক্রান্ত হলে এর স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
চিত্রঃ আমের ম্যালফরমেশন রোগের লক্ষণ
প্রতিকার
১) রোগমুক্ত গাছ থেকে চারা সংগ্রহ করতে হবে।
২) আক্রান্ত মুকুল কেটে ধ্বংস করতে হবে।
৩) দৈহিক বিকৃত কুড়িগুলি ভেঙ্গে ফেলতে হবে অথবা কেটে ফেলতে হবে।
৪) গাছ খুব রেশী আক্রান্ত হলে তা ধ্বংস করতে হবে।
৫) মুকুল বের হওয়ার ৩ মাস পূর্বে ন্যাপথালিন এসেটিক এসিড (NAA) ০.০২% ঘনত্বে স্প্রে করলে এ রোগের প্রকোপ কমে যায়।
৬) নভেম্বরের মাঝামাঝি গাছে ইউরিয়া ১.৫% হারে স্প্রে করলে ফুলের কুড়ি বের হতে দেরী হয়, এতে মুকুলের বিকৃতি কমে, উভলিঙ্গ ফুলের উৎপাদন বাড়ে, রেনুর জীবন ক্ষমতা এবং ফল ধারণ ক্ষমতা বাড়ে।
৭) গাছে মুুকুল আসার আগে প্লানফিক্স (০.২ গ্রাম/লিঃ) স্প্রে করলে মুুকুলের বিকৃতির হার কমে।
লেখকঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) , মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই ,শিবগঞ্জ, বগুড়া।
কৃপ্র/ এম ইসলাম