কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নলুয়া, মইয়ার হাওরসহ ছোট-বড় ১৫টি হাওরের প্রায় ৫০ হাজার হেক্টর জমির বোরো ফসল হুমকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হাওরগুলোর ফসল রক্ষা বাঁধ নির্মাণ শেষ না হওয়ায় পানি প্রবেশ করার আশঙ্কায় শংকিত হয়ে পড়েছেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের তদারকিতে দায়িত্বরত কর্মকর্তাদের অনিয়ম ও অর্থ লুটপাটের কারণেই চলতি বোরো মৌসুমে হাওরের ফসল রক্ষায় কৃষকদের পাশাপাশি উপজেলাবাসী চরম উদ্বেগ উত্কণ্ঠায় রয়েছেন।
পাউবোর মাঠ কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, ফসল রক্ষা বাঁধ যতটুকু হওয়ার ততটুকু সম্পন্ন হয়েছে। বরাদ্দ অর্থ যথাসময়ে পাওয়া যাচ্ছে না, তাই নিজের পকেট থেকে কাজ করাও সম্ভব নয়। গত বছর হাওরের ফসল রক্ষা বাঁধের বরাদ্দ অর্থ ছাড়াও অতিরিক্ত নিজের পকেট থেকে সাড়ে ৩লাখ টাকা খরচ করে বাঁধ নির্মাণ কাজে ব্যয় করেছি। সরকার আমার পাওনা টাকা এখনো দিতে পারেনি। তবে অর্থ লুটপাটের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, সরকার যেখানে গত বছরের পাওনা টাকা দিতে পারেনি, সেখানে অর্থ লুটপাটের মতো কোনো ঘটনাও ঘটেনি।
নলুয়ার হাওরে এবার ৭২ কি.মি ফসল রক্ষা বাঁধের অধিকাংশ স্থানে মাটি ফেলা হয়নি। হাওরের ফসল রক্ষা বাঁধের কয়েকটি স্থানে নামমাত্র মাটি ফেলা হয়েছে। ইতোমধ্যে বরাদ্দ টাকার তিন কিস্তি উত্তোলন করে মাঠ কর্মকর্তা মোসাদ্দেক হোসেনসহ অন্যান্য কর্মকর্তা এবং ঠিকাদাররা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ জানান, ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ সঠিকভাবে হয়েছে কি না বা কোনো অনিয়ম পাওয়া গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম