কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ হঠাৎ বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফে লবণ শিল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বৃষ্টির পানিতে অনেক লবণ তলিয়ে গেছে। জানা গেছে, হঠাৎ রাতে টানা বৃষ্টির পানিতে লবণ ব্যবসায়ী এবং শ্রমিকের অনেক ক্ষতি হয়েছে। এতে লবণ শিল্পের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি চাষ দুই সপ্তাহ পিছিয়ে গেছে।
লবণ চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাবরাং, শাহপরীরদ্বীপ, নয়াপাড়া, নাজিরপাড়া, জ্বালিয়াপাড়া, চৌধুরীপাড়া, দমদমিয়া, জাদীমুরা, মুচনী, লেদা, আলীখালী, রঙ্গিখালী, নাটুমরাপাড়া, ফুলের ডেইল, হোয়াব্রাং, মৌলভীবাজার, খারাংখালী, নয়াবাজার, ঝিমংখালী, নোয়াপাড়া, কাঞ্জরপাড়া, উনছিপ্রাং, লম্বাবিলসহ প্রায় তিন হাজার একর লবণ মাঠের বেশির ভাগ মাঠ পানিতে ডুবে গেছে। ডুবন্ত ওইসব লবণ মাঠ চাষযোগ্য করতে আবারও ১০/১৫দিন সময় লেগে যাবে বলে চাষিরা জানিয়েছেন।
লবণ চাষি উপজেলার রঙ্গিখালী এলাকার শাহ আলম মাঝি জানান, বৃষ্টির পানিতে লবণ মাঠ এখনো ডুবে আছে। দিনে বৃষ্টি হলে চাষিরা কিছুটা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেত।
উপজেলার হ্নীলা এলাকার লবণ ব্যবসায়ী খলিল আহমদ জানান, আচমকা রাতের আঁধারে বৃষ্টি হওয়ায় টেকনাফে অন্তত কোটি টাকার লবণ পানিতে ভেসে গেছে। টানা বৃষ্টির কারণে লবণ চাষ দুই সপ্তাহ পিছিয়ে যাবে জানিয়ে এই ব্যবসায়ী বলেন, ‘আমাদের যেমন ক্ষতি হয়েছে তেমনি চাষিদেরও অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
কৃপ্র/ এম ইসলাম