বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামানঃ আম গাছের আগা মরা (Die back) রোগ। এ রোগে আক্রান্ত হলে পাতা বাদামী বা কালো বর্ণের হয় এবং পাতার কিনারা মুড়িয়ে যায়
রোগের কারণঃ কলিটোট্রিকাম গ্লোওস্পোরোয়ডিস (Colletotrichum gloeosporioides), , ডিপ্লোডিয়া ন্যাটালেনসিস (Diplodia natalensis) এবং পেস্টালোসিওপসিস ম্যাঙ্গিফেরী (Pestalotiopsis mangiferae) নামক ছত্রাক।
রোগের লক্ষনঃ মার্চ-এপ্রিল মাসে এ রোগের প্রাদুর্ভাব ঘটে। রোগের জীবানু প্রথমে কচি পাতায় আক্রমন করে। আক্রান্ত পাতা বাদামী বা কালো বর্ণের হয় এবং পাতার কিনারা মুড়িয়ে যায়। পাতা দ্রুত মারা যায় ও শুকিয়ে যায়। আক্রান্ত পাতা থেকে এ রোগ কান্ডে ছড়িয়ে পড়ে এবং ডগার অগ্রভাগ মেরে ফেলে। মরা অংশ নীচের দিকে অগ্রসর হতে থাকে। দূর হতে আগা মরা রোগের লক্ষন বোঝা যায়। আক্রান্ত কচি ডালের অভ্যন্তর ভাগ বিবর্ণ দেখায়। ডাল লম্বালম্বিভাবে চিরলে কালো রেখা পরিলক্ষিত হয়।
প্রতিকারঃ
১) গাছে ইউরিয়া সারসহ প্রয়োজনীয় সার প্রয়োগ করে পানি সরবরাহ করলে রোগের আক্রমন কমে যাবে।
২) আক্রান্ত ডগা কিছু সুস্থ অংশসহ কেটে পুড়ে ফেলতে হবে এবং কাটা অংশে বর্দোপেষ্ট (প্রতি লিটার পানিতে ১০০ গ্রাম তুঁতে ও ১০০ গ্রাম চুন) লাগাতে হবে।
৩) কপার জাতীয় ছত্রাকবারক যেমন-কুপ্রাভিট প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলিলিটার হারে মিশিয়ে ১০ দিন পর পর ৪/৫ বার স্প্রে করতে হবে।
লেখকঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব), মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া।
কৃপ্র/ এম ইসলাম