কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পিরোজপুর জেলার কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা রবিবার বিকেলে শেষ হয়েছে। উপজেলা পরিষদ মাঠে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কাউখালী কৃষি অফিসের আয়োজনে মেলার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সিকদার প্রমুখ। মেলায় কৃষি পণ্য ও উপকরণসহ ১৬টি স্টল অংশ নেয়। এ মেলায় ৫৮ জন কৃষক-কৃষাণীকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ মার্চ ) চারদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/ এম ইসলাম