কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আজ সোমবার ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ‘জীবন ও জীবিকার জন্য বন রক্ষা করুণ’ এই শ্লোগানকে মূল প্রতিপাদ্য করে আজ শুক্রবার দেশে দ্বিতীয়বারের মতো বন দিবস পালিত হচ্ছে। জাতিসংঘ ঘোষিত দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। বন সংকুচিত হচ্ছে। ক্ষয়িষ্ণু বন সংরক্ষণের লক্ষ্যে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে আজ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা (মানিক মিয়া এভিনিউ) থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। বন ভবন মিলনায়তনে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, ইউএনডিপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড। সভাপতিত্ব করবেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী। সভায় উপ-প্রধান বন সংরক্ষক শেখ মিজানুর রহমান মূল প্রতিপাদ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।
কৃপ্র/ এম ইসলাম