কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মেহেরপুর জেলায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কিন্ত পেঁয়াজ বীজ চাষ করে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। বিরুপ আবহাওয়া অকাল বৃষ্টিতে মেহেরপুরের বিস্তীর্ণ জমির পেঁয়াজ বীজ এখন পুড়ে বিবর্ণ হয়ে গেছে। সুখ সাগর জাতের পেঁয়াজ বীজের জন্য এই অঞ্চলের সুনাম দীর্ঘদিনের। কিন্তু সেই সুখ সাগর জাতের পেঁয়াজ বীজ এবার তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বীজ করার জন্য অসংখ্য কৃষক পুষ্ট পেঁযাজ উত্তোলন না করে, জমির পেঁয়াজ জমিতেই রেখে দিয়েছিল। কিন্তু অকাল বৃষ্টি ও আবহাওয়ার বিরুপ প্রভাবের কারণে বিস্তীর্ণ জমির পেঁয়াজ বীজের ফুল পুড়ে কালো আকার ধারণ করেছে।
কৃষি কর্মকর্তাদের মতে ফুল পুড়ে যাওয়ায় এবার মেহেরপুরের পেঁয়াজে বীজ আসবে না। ফলে,চরম ক্ষতির মুখে পড়েছে চাষিরা। বৃষ্টির বিরুপ প্রভাবে জেলার ৩০ হেক্টর জমির পেঁয়াজ বীজ পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী বছরে জেলায় পেঁয়াজ বীজের সংকট দেখা দিবে বলে। এ কারণে আগামীবার এ জেলায় পেঁয়াজের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। বীজ উৎপাদন হলে চাষিরা বাজারে সুখ সাগর জাতের পেঁয়াজ বীজ তিন হাজার টাকা কেজি দরে বিক্রি করতে পারত।
পেঁয়াজ চাষিরা বলেন,হঠাৎ বীজ নষ্ট হয়ে যাওয়ায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। কারণ বীজ তৈরির টাকাও উঠবে না। এছাড়া পরবর্তী বছরের পেঁয়াজ চাষ নিয়ে আমরা বিপাকে পড়ব। এক দিনের বৃষ্টিতে আমাদের পেঁয়াজ বীজ সব পুড়ে গেছে। এই বীজ নষ্ট হয়ে যাওয়ায় আগামী বছরে পেঁয়াজ বপন কম হবে বলে তারা মনে করেন। মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মোফাখখারুল ইসলাম বলেন,আবহাওয়ার কারণে পেঁয়াজ বীজের কিছুটা ক্ষতি হয়েছে।
কৃপ্র/ এম ইসলাম/