কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সাম্প্রতিক ভারী বর্ষন ও শিলা বৃষ্টিতে বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলা্র ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি ও বড় পর্যায়ের চাষীদের তরমুজ, বাদাম, মরিচ, ডালসহ ২৫ হাজার ৯শ’ ১৫ হেক্টর জমির, ৮৯ কোটি টাকার রবি ফসলের ক্ষতি হয়েছে বলে সরকারী ভাবে নির্ধারন করা হয়েছে । তবে বেসরকারী ভাবে ক্ষতির পরিমান আরো অনেক বেশী। ক্ষেতের রবি ফসল হারিয়ে চাষীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
আমতলী ও তালতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর চলতি রবি মৌসুমে ২৫ হাজার ৯ শ’ ১৫ হেক্টর জমিতে খেশারী, মুগ ডাল, তরমুজ, মরিচ, বাদাম, সূর্যমুখী, ভূট্টা. গোল আলু, মিষ্টি আলু, খিরাই ও শাকসবজি চাষ করে। এর মধ্যে গত বুধবার থেকে রবিবার পর্যন্ত ৫ দিনের টানা ভারী বর্ষনে দুই উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রায় ৪৭ হাজার ১শ’ ৫৮ জন চাষী রয়েছে। এর মধ্যে ৪০ হাজার চাষীর অধিকাংশ ক্ষেতে প্রায় ১ থেকে দেড় ফুট পানি জমে ফসল তলিয়ে যায়।
সরকারী ভাবে দুই উপজেলায় ফসলের যে ক্ষয়ক্ষতির তালিকা নিরুপন করেছে তার মধ্যে খেশারী ১০ হাজার হেক্টর, মুগ ডাল ৯হাজার ৮শ’ হেক্টর, তরমুজ ২ হাজার ৮শ’ ৫ হেক্টর, মরিচ ৫শ ৫০ হেক্টর, বাদাম ৫শ’ ২৫ হেক্টর,সুর্য্যমুখী ৪ শ’ ৫০ হেক্টর, ভূট্টা ১শ’ ৪০ হেক্টর,গোল আলু ১শ’ হেক্টর, মিষ্টি আলু ৫ শ’ ৯০ হেক্টর, খিরাই ১শ’ ৫৫ হেক্টর ও শাকসবজি ৮ শ’ ৫০ হেক্টর। সরকারী ভাবে ক্ষতিগ্রস্ত ফসলের মূল্য ধরা হয়েছে ৮৯ কোটি টাকা তবে বেসরকারী ভাবে ক্ষতির পরিমান প্রায় ১শ’ কোটি টাকা।
যে সময় আলু, মরিচ, বাদাম, তরমুজ ঘরে তোলার কথা সেময় আকস্মিক বৃষ্টিতে সকল ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকের স্বপ্ন ভেঙ্গে গেছে। আমতলী উপজেলার, পাতাকাটা, টেপুরা, দক্ষিণ সোনাখালী, রাওঘাসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এখনো অনেক যায়গায় ১ থেকে দেড় ফুট পানিতে ফসলের মাঠ তলিয়ে আছে। চাষীরা ফসল রক্ষর জন্য সেচ পাম্প বসিয়েও ফসল রক্ষা করতে পারেনি। কয়েকজন কৃষক কান্না জরিত কন্ঠে জানান, ধারদেনা কইরা তরমুজ লাগাইছি হেই তরমুজ ক্ষেত পানিতে সব ভাইস্যা গেছে। এহন ধার দেনা দিমু কিকইরা আর পোলামাইয়া লইয়া খামু কি হেইচিন্তায় আছি। বেসরকারী সংস্থা সংগঠিত গ্রামো উন্নয়ন এর এরিয়া ম্যানেজার মো: ফয়সাল হোসেন জানান, এবছর আমতলী উপজেলায় তরমুজ ৩ শ’ ৫০ জন কৃষককে দেড় কোটি টাকার উপরে ঋণ দিয়েছে। তরমুজ ক্ষেত নষ্ট হলে আমাদের ঋণের টাকা আদায় করা খুব কষ্টকর হবে।
আমতলী ও তালতলী দুই উপজেলার কৃষি কর্মকর্তা এসএম বদরুল আলম জানান, ভারী বর্ষনে ক্ষেতে পানি জমে আমতলী ও তালতলী উপজেলায় ২৫ হাজার ৯শ’ ১৫ হেক্টর জমির ডাল, বাদাম, মরিচ, তরমুজ, কললা, শাকসবজি ও আলুসহ রবি ফসল ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সরকারী ভাবে ক্ষতির পরিপান ৮৯ কোটি ২৩ লাখ ৯শ’ ১৬ টাকা নির্ধারন করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহম্মেদ জানান, বৃষ্টিতে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে বাঁচতে পারে সেজন্য কৃষি বিভাগের মাধ্যমে ক্ষক্ষতি নির্ধারন করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
কৃপ্র/ এম ইসলাম