কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলার প্রতাপপুর ও লালপুর গ্রামে পরীক্ষামূলক ভাবে পরিবেশ বান্ধব নতুন জাতের বেগুন (বিটি) এর কীটনাশক বিহিন চাষ শুরু হয়েছে । বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেগুনের এ জাত উদ্ভাবন করেছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুজ্জাতুল ইসলাম জানান।
তিনি বলেন এই বেগুন ব্যাসিলাস থুরিনজিয়ানসিস নামক এক ধরনের ব্যাক্টেরিয়ার জিন ইনোকুলেট করে উদ্ভাবন করা যা এক ধরনের প্রোটিন তৈরী করে যেটা বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য বিষাক্ত। বেগুনে পূর্ব থেকে পোকার আক্রমন থাকলেও এই প্রোটিনের কারনে মরে যায় বলে তিনি জানান।
বেগুনের মধ্যে এই ব্যাক্টেরিয়ার জিন পূর্ব থেকে বৈজ্ঞানিকভাবে প্রবেশ করানোর ফলে বেগুনের গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা কোনভাবেই আক্রমন করতে পারেনা বলে তিনি জানান। তিনি বলেন এই বেগুন চাষে কোন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না। তবে বেগুন গাছ বাড়ন্ত সময়ে পাতার নিচে একধরনের সাদা মাছির আক্রমন হওয়ার সম্ভাবনা থাকে। মাছি আক্রমন করলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক এক থেকে দুইবার স্প্রে করলে শেষ পর্যন্ত এর আক্রমন থেকে রক্ষা পাওয়া যায় বলে তিনি জানান।
কৃপ্র/এম ইসলাম