কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দিনাজপুর জেলার চিরিরবন্দরে এবার রসুনের বাম্পার ফলন হয়েছে ভাল দাম পাচ্ছেন কৃষকরা।প্রতি বস্তা রসুন ৪ হাজার টাকা বিক্রি হচ্ছে। এবারে রসুন চাষে উৎপাদন খরচের চেয়ে প্রায় ৩ গুন বেশী লাভ হচ্ছে। রসুন ক্ষেতের অবস্থা দেখে মনে হয় এ যেন কোন উৎসব শুরু হয়েছে চিরিরবন্দরের রসুনের মাঠ গুলোতে। মাঠে শুধুই রসুনের শ্রমিক। কেউ উত্তোলন করছে, কেউবা রসুনের গাছ কাটছে, আবার কেউ রসুন শুকানো হলে বাজারে নিয়ে যাওয়ার জন্য বস্তাকরছে।
উপজেলা কৃষি সম্পাসারন সূত্র বলছে, চলতি মৌসুমে রেকর্ড পরিমান জমিতে রসুনের চাষাবাদ করা হয়েছে। এ বছর ৩ শত ৪৭ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু রসুন চাষ হয়েছে ৬শত ৮০ হেক্টও জমিতে। যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। কৃষকের পাশাপাশি অনেক দিন মজুর রসুন চাষ করে হয়েছেন স্বাবলম্বী।
রসুন চাষী আকবর আলী জানান, দুই বিঘা জমিতে রসুন চাষে বীজ, সার, বপন, হালচাষ, নিড়ানী ও অন্যান্য খরচ হয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা, উৎপাদন হয়েছে প্রায় ৮০ মণ। যার বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। উৎপাদন ও আনুসাঙ্গিক খরচ দিয়ে মুনাফা থাকে প্রায় ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকার মত। উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান জানান, উত্তরবঙ্গে কৃষি শস্য ভান্ডার হিসাবে পরিচিত লাভ করেছে বৃহত্তর চিরিরবন্দর উপজেলা। এই অবদান চিরিরবন্দর উপজেলার প্রান্তিক কৃষকদের।
কৃপ্র/ এম ইসলাম